ছাত্র ইউনিয়নের শরীয়তপুর শহর কমিটির কর্মী সভায় পাঠাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত
সাইফ রুদাদ // বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর শহর কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায়।
সংগঠনটির জেলা কার্যালয়ে শহর কমিটির সাধারণ সম্পাদক জিকে সাজ্জাদের সঞ্চালনায় কমিটির সহ সভাপতি রেখা আক্তার মিমের সভাপতিত্বে কর্মী সভাটি সম্পন্ন হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেলার সভাপতি সাইফ রুদাদ, সাবেক জেলা সভাপতি ডা. নজরুল ইসলাম রিপন।
উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন শরীয়তপুর শহর কমিটির সাংস্কৃতিক সম্পাদক রিয়া রহমান।
কর্মী সভায় শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের বগাধী নদীর পাড় এলাকায় একটি পাঠাগার প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠাগারের সম্ভাব্য নাম ‘স্বাধীন পাঠাগার’ (নামটি পরিবর্তন হতে পারে)। পাঠাগারটির বাস্তবায়নের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট গঠনতন্ত্র প্রণয়ন কমিটি করা হয়েছে। গঠনতন্ত্র প্রণয়ন কমিটি আগামি ৩০ মার্চের মধ্যে একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরী করবেন। গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সমন্বয়ক সালাল উদ্দিন রনি সদস্যরা হলেন,নাইম হাওলাদার, রিয়ান খান, তৌকির মিয়া, অরুফ চন্দ্র শীল, হৃদয় ঢালী, পারভেজ সাইম(সভাপতি, সিরাজুল ইসলাম আসিফ স্মৃতি পাঠাগার,শরীয়তপুর), বরকত উল্লাহ জয়(সাধারণ সম্পাদক, সিরাজুল ইসলাম আসিফ স্মৃতি পাঠাগার, শরীয়তপুর), প্রীতম কুমার রায়( প্রতিষ্ঠাকালীন সদস্য, সিরাজুল ইসলাম আসিফ স্মৃতি পাঠাগার, শরীয়তপুর)।
সংবাদ সম্পর্কে আপনার মতামত