নড়িয়া উপজেলা শুভসংঘের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
1 min readনড়িয়া প্রতিবেদক// স্বাধীনতা দিবস উপলক্ষে কালের কণ্ঠ শুভসংঘের শরীয়তপুরের নড়িয়া উপজেলা শুভসংঘ শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। আজ শনিবার (২৬ মার্চ) উপজেলার ঘড়িসার ইউনিয়ন চরলাউলানী আইল্যান্ড মডেল একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় নড়িয়া উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া কোমলমতি শিশুরা জাতীয় পতাকা, বাংলাদেশের মানচিত্র, শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের চিত্র তুলির আঁচড়ে ফুটিয়ে তুলে। অনুষ্ঠানে শুভসংঘ শরীয়তপুর জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম বলেন, স্বাধীনতার ৫২ বছর পূর্তি উপলক্ষে শিশুদের স্বাধীন বাংলা সম্পর্কে আরও ভালোভাবে জানানোর জন্যে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে করে শিশুরা এদেশের স্বাধীনতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।
শুভসংঘ নড়িয়া উপজেলা শাখার সভাপতি শামীম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘ শরীয়তপুর নড়িয়া উপজেলা শাখার সহ-সভাপতি নাজমুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুম খান, সদস্য নুরে আলম হাওলাদার, মো. জামাল হোসেন, আইল্যান্ড মডেল একাডেমির সহকারী প্রধান শিক্ষক ও শুভসংঘের সদস্য সুজন বেপারী ও একাডেমির শিক্ষক, হুমায়ুন কবির, নাজমুল হোসেন, সাহিদা আক্তার, রিতা আক্তার ও সুবর্ণা আক্তার প্রমুখ।
সংবাদ সম্পর্কে আপনার মতামত