তেল চুরির ঘটনায় গ্রেপ্তার চার

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

ভোজ্যতেলের দাম যখন ঊর্ধ্বমুখী  ছিল বাজারে, তখন শরীয়তপুর সদরের আংগারিয়া বন্দরের দুটি দোকানের সামনে থেকে গত ৫ মার্চ মধ্যরাতে ১১টি তেলের ড্রাম চুরি হয়। চুরির ঘটনায় ২৩ দিন পর  ২৮ মার্চ সোমবার রাতে জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এরআগে গত ৬ মার্চ মাদারীপুর জেলায় গ্রেফতার হয় একজন।২৯ মার্চ মঙ্গলবার দুপুরে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, সিসি ক্যামেরা ফুটেজ দেখে সদর উপজেলার চর পাতাং গ্রামের বাসিন্দা শাকিল ব্যাপারীকে শনাক্ত করা হয়। পুলিশ শাকিলকে গ্রেফতারের জন্য অভিযানে গেলে জানতে পারে, ৬ মার্চ শাকিল একটি চুরির মামলায় মাদারীপুর জেলায় গ্রেফতার হয়েছে। পরে শাকিলকে ২ দিনের রিমাান্ড দেয় আদালত। রিমান্ডের প্রথম দিনে ওই তেল চুরির কথা স্বীকার করেন তিনি। তার তথ্যমতে ২৮ মার্চ রাতে শরীয়তপুর সদরের কাশাভোগ এলাকার একটি গ্যারেজ থেকে দুলাল খান, স্বপন শেখ ও তুহিন হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে তেল চুরির ৫ হাজার টাকা, প্যান্ট এবং মাস্ক উদ্ধার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। জানা যায়, তেল চুরির পরেরদিন ব্যবসায়ী আফজাল মোল্লা বাদি হয়ে পালং মডেল থানায় একটি মামলা করেন। মামলার পর সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘটনার  ২৩ দিন পর জড়িত চারজনকে গ্রেফতার করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর পত্রিকা

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.