ঢাকায় শরীয়তপুর জেলার দুই বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি// ১৪ এপ্রিল, ২০২২ বাংলা নববর্ষের প্রথম দিনে শরীয়তপুরের ঐতিহ্যবাহী পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় ও শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে পাশ করা শিক্ষার্থীগণ সম্মিলিতভাবে ঢাকার ধানমন্ডির একটি রেস্টুরেন্টে ইফতার পার্টির আয়োজন করে। ইফতারে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সিনিয়র ব্যাংকার সাখাওয়াত হোসেন মিশন, ইবনে সিনা হসপিটালের আইটি কর্মকর্তা খালেদ মাহমুদ, ম্যানেজার, ইপিলিয়ন গ্রুপের ম্যানেজার মুর্তজা বাশার নাহিদ, বজলুর রশীদ শাহীন (ম্যানেজার, জনতা ব্যাংক), বিজ্ঞান ইন্সটিটিউট এর পরিচালক ও শিক্ষক গোলাম রসুল রোমান, তানিয়া আহমেদ, তাহমিনা তনু, পারভীন আক্তার ও হোসনে আরা সাথী।
অনুষ্ঠানের সমন্বয় করেন হলি ফ্যমিলি পাবলিক কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানের সমন্বয়কারী জানান, আলহামদুলিল্লাহ। কি সুন্দর একটি ইফতার মুহুর্ত পার করলাম! আজকের এ অনুষ্ঠানটিকে শরীয়তপুরের দুটি স্কুলের এসএসসি ১৯৯৭ সালের বন্ধুদের স্মৃতিময় মিলনমেলাও বলা যায়। শুধু বন্ধুদের নয় স্বামী সন্তান ও সহধর্মিনীদের পারিবারিক মিলন হিসাবে স্মৃতিময় হয়ে থাকবে।
আজ থেকে বন্ধুগণ একে অপরের পরিবারের সদস্যদের সাথেও পরিবারের মতো সম্পর্ক বজায় রেখে ভবিষ্যতে পথ চলার আশা ব্যক্ত করা হয়। এ পথ চলার ইচ্ছে থেকে শরীয়তপুরে ঈদ পরবর্তী পূর্ণমিলনীতে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।
সংবাদ সম্পর্কে আপনার মতামত