উপমন্ত্রী এনামুল হক শামীমের মা মরহুমা বেগম আশ্রাফুন্নেছার ৪র্থ মৃত্যুবার্ষিকী ও দোয়া অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ
রবিবার (১৫ মে) পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপির রত্নগর্ভা মা মরহুমা বেগম আশ্রাফুন্নেছার ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে মরহুমার নিজ বাড়ি সখিপুরের চরভাগা পাইক বাড়ি জামে মসজিদে মিলাদ, দোয়া ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, মরহুমার স্বামী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদারসহ মরহুমার আত্মীয় স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। নড়িয়া ও সখিপুরের সকল মসজিদে অনুরূপ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এছাড়া বাদ ফজর উপমন্ত্রী শামীম আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, আলেম উলেমাদের নিয়ে মরহুমার কবরে দোয়া মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
রত্নগর্ভা মা আশ্রাফুন্নেছা ২০১৮ সালের এ দিনে সবাইকে শোক সমুদ্রে ভাসিয়ে পরপাড়ে চলে যান। মৃত্যুকালে স্বামী বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, বড় ছেলে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি, মেজো ছেলে মেজর জেনারেল আমিনুল হক স্বপন, ছোট ছেলে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সহযোগি অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়াম ও মেয়ে একটি বেসরকারি ব্যাংকে ঊর্ধ্বতন কর্মকর্তা শামীম আরা কাকলী, নাতী নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মায়ের রুহের মাগফিরাত কামনায় পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত