পদ্মায় লঞ্চ ডাকাতি, ডাকাত কবির রাজধানীর উওরা থেকে গ্রেফতার

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চে ডাকাতির ঘটনায় জড়িত কুখ্যাত কবির ডাকাতকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে র‍্যাব। রাজধানীর উত্তরা এলাকা থেকে আটকের পর রবিবার ভেদরগঞ্জ উপজেলাধীন নরসিংহপুর নৌ-পুলিশ ফাঁড়িতে তাকে হস্তান্তর করা হয়। পরে সোমবার তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠায় নৌ-পুলিশ। আটক কবির খালাসী(৪৬) চাঁদপুর জেলার মতলব থানার বাসিন্দা শাহাবুদ্দিন খালাসীর ছেলে। সম্প্রতি সংগঠিত চাঁদপুরের মতলবে উজ্জল মিয়াজী হত্যা মামলারও এজহারভুক্ত আসামী সে।

নরসিংহপুর ফাঁড়ি ও মামলার এজহার সূত্রে জানাগেছে, ২০২০ সালের ২০ ডিসেম্বর শরীয়তপুর টু চাঁদপুরগামী লঞ্চ ‘এমভি শাহ আলী-৪’ এ ডাকাতি করে যাত্রীদের নগদ টাকা, স্বর্নালঙ্কার, মোবাইল লুট করে নেয় একদল ডাকাত। ঐ ঘটনায় ১৬ জনকে আসামী করে নরসিংহপুর নৌ-ফাঁড়িতে একটি ডাকাতি মামলা দায়ের করে লঞ্চ মালিক আক্তার হোসেন। মামলার ৪ নম্বর আসামী কবির খালাসী।

শরীয়তপুরের নরসিংহপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, গত বছরের একটি নৌ-ডাকাতি মামলার অন্যতম আসামী কবির খালাসীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। ঐ মামলার ১৬ আসামীর মধ্যে এ পর্যন্ত আমরা ৯জনকে আটক করেছি।

 

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.