সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করবে আগামীকাল
নড়িয়া প্রতিনিধি// শরীয়তপুরের প্রায় ৩০টি গ্রামের কিছু সংখ্যক মানুষ আগামীকাল শনিবার (৯ জুলাই ) ঈদুল আজহা উদযাপন করবে। এরা সবাই সুরেশ্বর দরবার শরীফের অনুসারী। প্রতিবছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখেই এবারও ঈদুল আজহা উদযাপন করবে তারা।
এ দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দেশের একদিন আগেই ঈদ পালন করে।
সে অনুযায়ী আগামীকাল শনিবার (৯ জুলাই ) সকাল সারে ৯ টায় দরবার শরীফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পির সাহেব ছৈয়দ শাহ নুরে কামাল নুরী এর ভাই ছৈয়দ শাহ নুরে বেলাল নুরী ঈদের নামাজে ইমামতি করবেন বলে জানিয়েছেন সুরেশ্বর দরবার শরীফের প্রসাশনিক খাদেম মোঃ মুনসুর আলী।
তিনি বলেন, আজকের মধ্যে ঈদের নামাজের সব প্রস্তুতি সম্পন্ন হবে। নড়িয়া উপজেলা সহ বিভিন্ন উপজেলা ও দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা ঈদের নামাজ আদায়ের জন্য দরবার শরীফে আসবে। তিনি বলেন সুরেশ্বর গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন ও বিভিন্ন উপজেলার অন্তত ৩০টি গ্রামে থাকা দরবার শরীফের মুরিদরাও একই সময়ে ঈদ পালন করবে।
এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে থাকা সুরেশ্বর দরবার শরীফের মুরিদরা একই সময়ে ঈদ পালন করবে। সুরেশ্বর দরবার শরীফের সব মুরিদ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে থাকে। দরবার শরীফের অনুসারীরা প্রয় শত বছরের অধিক সময় ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।
ফটো: অনলাইন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত