সিআইজি সমবায় সমিতির সদস্যদের মাঝে মাছ ধরার জাল বিতরণ
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার শহীদ আক্কাছ-শহীদ মহিউদ্দিন মিলনায়তন থেকে ৫টি সিআইজি সমবায় সমিতির সদস্যদের মাঝে মাছ ধরার জাল বিতরণ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে মৎস্য চাষীদের হাতে জাল তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ ছাড়াও ৫টি মৎস্য সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আরো ২ জন সফল মৎস্য চাষীর মাঝে সরকারি প্রণোদনার অর্থ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তর বিভিন্ন প্রচারণায় কাজ করছে। তাছাড়া সরকারি ভাবে জেলেদের বিভিন্ন ধরণের উপকরণ বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ আমরা উপজেলার ৫টি সিআইজি সমিতিরি সদস্যদের মাঝে জাল বিতরণ করেছি। এছাড়া গত ২৩ তারিখ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছি। নিরাপদ মাছ সবার কাছে পৌঁছে দেওয়া যায় ও নিরাপদ অবস্থানটাকে নিশ্চিত করতে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। মাছ আমাদের বাঙালি জাতির কৃষ্টির অন্যতম অংশ। ভাতে মাছে বাঙালি সেই ঐতিহ্যকে আমরা ফিরিয়ে আনতে চাই। মাছ শুধু আমরা নিজেরাই খাবো না, বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই। মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর হবে, উদ্যোক্তা তৈরি হবে। গ্রামীণ অর্থনীতি সচল হবে। আমাদের সেই পুরনো দিনের মাছে ভাতে বাঙালির ঐতিহ্যটাকে ফিরিয়ে আনব।’
সংবাদ সম্পর্কে আপনার মতামত