শরীয়তপুর জেলায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ভুয়া কাজী ওলিউল্লাহ গ্রেফতার

1 min read

ভেদরগঞ্জ প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার ভুয়া নিকাহ নামাহ্ ও তালাক রেজিষ্টার মোঃ ওলিউল্লাহ (৪০) কে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। ৪ আগষ্ট বৃহস্পতিবার সখিপুর থানার কাচিকাটা গ্রামের আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী আদেশনামা থাকায় গোপন তথ্যের ভিক্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন এ এস আই জামাল হোসেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, সখিপুর উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টার ওসমান গনীর সহায়তায় দীর্ঘদিন ধরে সে সখিপুরে অবৈধভাবে মানুষের বিবাহ পড়িয়ে আসছেন। তিনি ২৬ নভেম্বর ২০১৩ সালে সখিপুর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার শুন্য থাকায় নিকাহ্ ও তালাক রেজিষ্টার হিসাবে দায়িত্ব পালনের আদেশ দানের আবেদন দিয়েই বিবাহ রেজিষ্টারের কাজ শুরু করেন। পরে সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা ০৭ এর সিনিয়র সহকারী সচিব মোঃ হেমায়েত উদ্দিনের স্বাক্ষর নকল করে একটি ভুয়া নিয়োগ পত্র তৈরি করেন। আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয় ৩ নং স্বাক্ষীকে ০৭ নং সখিপুর ইউনিয়ন এর নিকাহ রেজিষ্টার হিসেবে নিয়োগ প্রদান দিলে ১ নং আসামীর বর্ণিত কার্যকলাপ ধরা পড়ে। ৩ নং স্বাক্ষী আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয় বরাবর আবেদন করিলে মন্ত্রনালয় কর্তৃক তদন্ত শেষে ১ নং আসামীর ১৯/১১/২০১৩ ইং তারিখের বিচার-৭/২ এন-৪৯/২০০৩ (অংশ) – ১৬২০ নং স্মারকমূলে নিয়োগ জাল ও ভূয়া প্রমাণিত হলে মন্ত্রাণালয়ের পক্ষে বুলবুল আহম্মেদ ১৯/১১/২০১৭ইং তারিখে বিচার-৭ / ২-এন-৪৯/২০০৩ / ১০১৪ স্মারকমূলে ১ নং আসামীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেন। পরে শরীয়তপুর জজকোর্টে রাষ্ট্র পক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি), বাদি হয়ে একটি ফৌজদারী মামলা দায়ের করেন। এ বিষয়ে শরীয়তপুর জেলা নিকাহ ও তালাক রেজিষ্টারের সাধারন সম্পাদক, আবু জাফরউল্লাহ সালেহ বলেন, ওলিউল্লাহ নামের ঐ কাজীকে আমি কখনো দেখিনাই ও শুনিনাই। তবে এভাবে ভুয়া পরিচয় নিকাহ ও তালাকের কাজ করলে সাধারণ মানুষ বিপদে পড়বে। তাই এদের আইনগত ব্যবস্থা নেয়া দরকার।

সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন, গতকাল ওলিউল্লাহ ভুয়া কাজী রেজিষ্টার হিসেবে ভুয়া পরিচয়ে আইনে অবৈধ নিকাহ পড়ানোর অপরাধে আদালতে করা ফৌজদারী মামলার গ্রেপ্তারী পরোয়ানা আদেশ পাই। পরে তাকে সখিপুর থানার এসআই জামাল কাচিকাটা নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা আসামীকে শরীয়তপুর জেলা কারাগারে প্রেরন করেছি।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.