ভালোবাসার প্রশংসা নিয়ে বিদায় নিলেন এসপি আশরাফুজ্জামান

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে। সময় পেয়েছেন এক বছর সাত মাস তের দিন। আর এ অল্প সময়েই কর্মগুনে আলো ছড়িয়ে তিনি জয় করেছেন জেলাবাসীর মন। তাইতো বিদায় বেলায় ভাসলেন প্রশংসা, আবেগ ও ভালোবাসায়, সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়। তিনি হলেন অতিরিক্ত ডিআইজি হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত বিদায়ী পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান।

শুক্রবার (১২ আগষ্ট) রাতে শরীয়তপুরের ডামুড্যা থানায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকরাও প্রশংসায় ভাসালেন বিদায়ী। এ পুলিশ কর্মকর্তাকে। অভিন্ন কণ্ঠে স্মরণ করলেন জেলায় তার অবদানের কথা।

শরীয়তপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন কালে জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি কাজ করেছেন একাগ্রচিত্তে। পুলিশি সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে নিয়েছেন নানামুখী উদ্যোগ।

এস.এম. আশরাফুজ্জামানকে প্রশংসায় ভাসিয়ে ও শুভ কামনা জানিয়ে বক্তব্য রাখেন- ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ এর অধ্যক্ষ জহিরুল্লা, অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।

সকলের বক্তব্য শেষে অনুভুতি ব্যক্ত করতে বিদায়ী মঞ্চে ওঠেন এস.এম. আশরাফুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, ‘আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ কর্মকর্তাদের জন্য। সকলেই আমাকে এমনভাবে সহায়তা করেছে, তারা এমনভাবে দায়িত্বগুলো পালন করেছে যার ফলশ্রুতিতেই আমি আজ সম্মানিত বোধ করছি।

বিদায় অনুষ্ঠানের আগে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান ডামুড্যা থানার দি পুলিশ গার্ডেন উদ্বোধন করেন।

 

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.