জেলা প্রশাসকের নামে মামলা করতে চান সাংবাদিককে হুমকিদাতা সেই শিক্ষক সুজিত কর্মকার
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
সাংবাদিককে গালিগালাজ হুমকিদাতা শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক সুজিত কর্মকার এবার জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের নামে মামলা করতে চান। আজ সোমবার রাতে ফাঁস হওয়া ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও সুজিত কর্মকার কে এ কথা বলতে দেখা যায়।
ওই ডিভিওতে দেখা যায় সুজিত কর্মকার বলছেন, প্রায় শতাধিক মানুষের সামনে ডিসি আমাকে ইউএনও অফিসে অপোমান করেছেন। আমি তার বিরুদ্ধে মানহানি মামলা করব। ডিসি হইছে তাতে কী হইছে? এই চাকরি না করলে কি হইব?” তার মামলা করার ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর সায় আছে বলেও জানান তিনি।
জানা গেছে, শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রীর বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে শীলতাহানির অভিযোগ উঠে। এ ঘটনায় ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
পরে ওই শিক্ষকের বিষয় জানাতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক সুজিত কর্মকার স্থানীয় দুই সাংবাদিক শাহাদাত হোসেন হিরু ও আশিকুর রহমান হৃদয়কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেয়। এমন একটি মোবাইলে কথপোথনের অডিও ক্লিপ ভাইরাল হয়।
এ ঘটনায় গত শুক্রবার দুপুরে ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান ডামুড্যা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এদিকে, আজ সোমবার সকালে ডামুড্যা উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এক অনুষ্ঠানে ওই প্রধান শিক্ষকের (সুজিত কর্মকার) কাছে সাংবাদিকদের হুমকির বিষয়ে জানতে চান। এতে চরম ক্ষুব্ধ হন সুজিত। এরপর তিনি জেলা প্রশাসকের নামে মানহানির মামলা করবেন বলে একজনরে সঙ্গে আলাপ করেন। যে কথোপকথনের একটি ভিডিও পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের মোবাইল ফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
শিক্ষক মামলার করবেন- এ বিষয়য়ে জানতে চাইলে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, ‘আচ্ছা, ঠিক আছে।’
সংবাদ সম্পর্কে আপনার মতামত