নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন সদরে যোগদান

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) পদে মনিজা খাতুন শরীয়তপুর সদরে যোগদান করেছেন। মনিজা খাতুন টাঙ্গাইল জেলার সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মো: মোতালেব ও মাতা লাভলী বেগম। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত ও এক পুত্র সন্তানের জনক ।

মনিজা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ইন্স্যুরেন্স বিভাগ থেকে বিবিএ, এমবিএ সম্পন্ন করে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ইতোমধ্যে তাঁর বর্তমান কর্মস্থল শরীয়তপুর সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) পদে তিনি যোগদান করেন। তাঁর এ যোগদানকে সাধুবাদ জানিয়েছেন আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি. এম. গোলাম মোস্তফা।

একজন সাদা মনের মানুষ মনিজা খাতুন দক্ষ ও সৎ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সকল মহলের দৃষ্টি আকর্ষণ করে ইতোমধ্যেই সকলের শ্রদ্ধা ও ভালোবাসা কুড়াতে সক্ষম হয়েছেন। লক্ষ্মীপুর জেলায় দায়িত্ব পালনকালে তিনি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে ব্যাপক উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা পালন করেছেন। মানবিক হৃদয়ের অধিকার, সাদা মনের মানুষ হিসেবে মনিজা খাতুন ব্যাপক পরিচিত।

সাদাকে সাদা, কালো কে কালো বলতে তিনি অভ্যস্ত। অনিয়ম, দুর্নীতি, দুরাচার, অপসংস্কৃতির বিরুদ্ধে মনিজা খাতুন সর্বদা সোচ্চার। অতিথি আপ্যায়নে পারদর্শী। বর্তমান সরকারের সকল প্রকার উন্নয়ন ও অগ্রগতির কার্যক্রম বাস্তবায়নে তিনি যার পর নেই ভূমিকা পালন করে চলছেন।

তাঁর যোগদানে জেলার সর্বস্তরের মানুষ ব্যাপক উৎফুল্ল। মনিজা খাতুন একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তাকে পেয়ে সকলে উচ্ছাসিত।

সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার পক্ষ থেকে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শরীয়তপুরের ব্যাপক উন্নয়ন সাধন হবে বলে আজকের শরীয়তপুরের প্রত্যাশা।

নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শরীয়তপুর সদর মনিজা খাতুন সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.