১ সেপ্টেম্বর থেকে ডামুড্যায় বিক্রি হবে ওএমএস ও টিসিবির খাদ্যশস্য
নিজস্ব প্রতিবেদকঃ
গত ০১ সেপ্টেম্বর, ২০২২ তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্যশস্যর বাজার মূল্যের উর্ধ্বগতি রোধ বৈশ্বিক প্রেক্ষাপটে বাজারমূল্য সহনীয় রাখতে সমগ্র বাংলাদেশে একযোগে ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচীর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
ডামুড্যা উপজেলার ওএমএস, মাধ্যমে চারজন ডিলারগণ নিম্নলিখিত স্থান থেকে চাল বিক্রয় করবেন
১।ইমরান হোসেন ডামুড্যা বাসস্ট্যান্ড
২।মাহবুব আলম ধানহাটা ব্রীজের উত্তর পার্শে
৩।মোঃ ফখরুল হাসান খান হাসপাতাল রোড
৪।মোঃ রফিকুল ইসলাম ডামুড্যা বাজার ইসলামী ব্যাংকের সম্মুখে
প্রতিদিন ২ মে.টন করে অর্থাৎ প্রতিদিন ৮ মে.টন করে চাল ৩০ /= কেজি দরে বিক্রয় করবেন। এবার টিসিবি কার্ডধারী সুবিধাভোগীরাও তাদের কার্ড দেখিয়ে ওএমএস এর চাল ক্রয় করতে পারবেন। শুধু টিসিবি কার্ডধারীগণ প্রতিমাসে পাক্ষিক ভিক্তিতে ৫ কেজি করে মাসে মোট ১০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। একই ডিলারের বিক্রয়কেন্দ্রে এক লাইনে টিসিবি কার্ডধারী এবং অন্য লাইনে সাধারণ জনগণ দাঁড়াবে। সেখানে সমন্বয় করে ওএমএস এর চাল ক্রয় করতে পারবে। এ কার্যক্রম প্রতিদিন চলামান থাকবে।
খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ডামুড্যা উপজেলায় বিভিন্ন ইউনিয়ন এ ৩০৩৪ টি পরিবার ১৫/= কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল ক্রয় করতে পারবে। এ কার্যক্রম প্রথম পর্যায়ে ৩ মাসব্যাপী চলামান থাকবে।
এ কার্যক্রমে কোথাও কোন অনিয়ম পরিলক্ষিত হলে উপজেলা প্রশাসন, ডামুড্যা অথবা জেলাপ্রশাসক এর কার্যালয়ে অবহিত করার জন্য অনুরোধ করা হল।
সংবাদ সম্পর্কে আপনার মতামত