বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া লক্ষে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত
1 min readবিশেষ প্রতিনিধিঃ
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২২ জেলাপ্রশাসন শরীয়তপুরের উদ্যোগে ও ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের সামাজিক-সম্প্রীতি কমিটি আয়োজনে শিধলকুড়া বাজার মসজিদ মাঠ প্রাঙ্গণে দুর্নীতি, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন, মাদক, , বাল্যবিবাহ বিরোধী ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ” সোনার বাংলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ ও ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা খানম।
শিধলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: মাসুদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সোনার বাংলা সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এ সময় অতিথিবৃন্দ অসাম্প্রদায়িক বাংলাদেশ। গড়তে সকলকে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
উপস্থিত জনসাধারণ এর সাথে সামজিক-সম্প্রীতি বজায় রাখতে কি কি করনীয় তা নিয়ে মতবিনিময় করেন অতিথিবৃন্দ।
সংবাদ সম্পর্কে আপনার মতামত