খাদ্যবান্ধব কর্মসূচির দুই ডিলারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত

1 min read

বিশেষ  প্রতিনিধিঃ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজির চাল ক্রেতাদের মাথাপিছু ৩০ কেজির পরিবর্তে কম দেওয়ার  কারনে  দুই ডিলারকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে ইদিলপুর ইউনিয়নের নতুন বাজারের ১৫ টাকা কেজি দরের ৩০ কেজি চাল কার্ড উপকারভোগীদের মাঝে বিতরণ করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইদিলপুর ইউনিয়নের দুই ডিলার ১৫ টাকা কেজি দরের চাল ওজনে কম দিয়ে প্রতিজনকে ৩০ কেজির পরিবর্তে ২৭-২৮ কেজি করে দিচ্ছিলেন।

ওজনে কম দেওয়ার বিষয়টি স্থানীয় লোকজন প্রশাসনকে জানালে সোমবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত। ওজনে চাল কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ডিলার মো. রুবেল হাওলাদার ও জাকির এন্টারপ্রাইজকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত বলেন, খাদ্যবান্ধব চাল বিক্রয়ে অনিয়ম হচ্ছে, অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ডিলার ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি দিচ্ছে এবং ৪৫০ টাকার পরিবর্তে ৪৭০ টাকা নিচ্ছে। অভিযোগ প্রমাণ হওয়ায় প্রত্যেক ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা করে দুই ডিলারকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অতিরিক্ত টাকা ফেরত ও বকেয়া চাল বিতরণ করা হয়ছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.