শরীয়তপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি-কে ফুলেল শুভেচ্ছা
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
২৬ সেপ্টেম্বর সোমবার ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজামোল হক এমপি-কে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। শরীয়তপুর জেলা সফর উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সার্কিট হাউজে পৌঁছালে বীরমুক্তিযোদ্ধাগণ ও জেলাপ্রশাসন এর পক্ষ থেকে তাঁকে এ ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়েছে।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শরীয়তপুর জেলার সদর ও জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেন। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। সমগ্র বাংলাদেশে শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধি একই রকম পাকাকরন, মুক্তিযোদ্ধা ভবনগুলোতে ক্যাপসুল লিফট স্থাপন, জীবিত মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প রেকর্ডকরে তা বর্তমান প্রজন্মের নিকট পৌঁছে দেয়া সহ নানা উদ্যোগের কথা তিনি জানান।
এ সময় শরীয়তপুর জেলাপ্রশাসন এর পক্ষ থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি ও উপস্থিত সংসদ সদস্যগণের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এ অনুষ্ঠানের উদ্বোধন ও মতবিনিময় সভাপতি, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
এ উদ্বোধন ও মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। এছাড়াও বীরমুক্তিযোদ্ধাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত