পুলিশ জনগণের কাছাকাছি পৌঁছে গেছে কমিউনিটি পুলিশিং সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে : আইজিপি
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, কমিউনিটি পুলিশিং সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ পুলিশ এখন জনগণের কাছাকাছি পৌঁছে গেছে।
শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আপনারা স্বাধীন দেশের জনগণের পুলিশ। আপনাদের দায়িত্ব জনগণের সেবা করা। কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিংসহ বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশ পুলিশ এখন জনগণের কাছাকাছি চলে গেছে। এখন পুলিশই জনতা, জনতাই পুলিশ। সবাই মিলে কাজ করছি। এখন প্রতিমাসে অনুষ্ঠিত ওপেন হাউস ডে তে সাধারণ মানুষ সরাসরি পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেন। এতে অনেক সমস্যা চিহ্নিত হচ্ছে। পুলিশ সাধারণ মানুষের পরামর্শ নিয়ে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম ক্ষমতা গ্রহণ করেন। তখন আপনারা দেখেছেন পাহাড়ি এলাকায় কী অবস্থা ছিল। সেখানে সন্ত্রাসী কার্যক্রম চলত। এখন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পেয়েছে। ফলে পাহাড়ি এলাকায় শান্তির সুবাতাস বইছে। বর্তমান সরকারের আমলে যেভাবে সন্ত্রাসী কার্যক্রম দমন হয়েছে, তা বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে।
তিনি বলেন, দেশব্যাপী ৫৪ হাজার ৭১৮টি কমিটিতে ৯ লাখ ৪৭ হাজার ৭০১ জন কমিউনিটি পুলিশিং সদস্য কাজ করছে। সারাদেশে ৬ হাজার ৫৩৩ বিটে দায়িত্ব পালন করছে। সারাদেশে গত ২০২১-২২ পর্যন্ত সময়ে ৪ হাজার ৩৫৬টি ওপেন হাউজ ডে পালিত হয়েছে। ১ লাখ ৮৫ হাজার ৩৪৮টি অপরাধ প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ডিএমপির বিদায়ী কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ও অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম।
সংবাদ সম্পর্কে আপনার মতামত