ভেদরগঞ্জ উপজেলার চর-ভয়রা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

১৯ নভেম্বর শনিবার ২০২২ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন ডি এম খালি ইউনিয়নের চর-ভয়ারা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে (ম্যানেজিং কমিটি) নির্বাচন সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। তারা হলো আজহারুল সিকদার, আতিকুল ইসলাম, আহাম্মদ আলি, ইসহাক মিয়া, জসিম উদ্দিন বেপারী, মোঃ ইউনুস আলি, মোঃ আসাদুল হক বেপারী। এদের মধ্যে ৪ জন নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন, ১) আজহারুল ইসলাম সিকদার প্রাপ্ত ভোট সংখ্যা ৩১৯, ২) মোঃ ইউনুস আলি প্রাপ্ত ভোট সংখ্যা ২৯৯,৩) জসিম উদ্দিন বেপারী প্রাপ্ত ভোট সংখ্যা ২৫৩, ৪) আহামাদ আলি প্রাপ্ত ভোট সংখ্যা ২৫১।

আজহারুল সিকদার ৩১৯ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন। এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ৭৩৬ জন। অভিভাবকসহ মোট ৫৩৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নাজমা বেগম ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হন। দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মতিউর রহমান মাঝী।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপারভাইজার মোঃ মস্তফা কামাল।

এসময় উপস্থিত ছিলেন- চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন, ডি এম খালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক আবু বেপারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম , সখিপুর থানার এ এস আই নুরে আলম সহ পুলিশ সদস্যরা।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.