জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

1 min read

শরীয়যপুর পত্রিকা প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা কেন্দ্র করে গোটা যশোর এখন উৎসবের নগরীতে রূপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর জনসভা কেন্দ্র করে পুরো যশোর জেলা এখন মিছিলের নগরী। ভোর থেকে দলে দলে নেতকর্মীরা স্টেডিয়ামে এসে জড়ো হয়েছেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট দিয়ে আপনারা আমাদের নির্বাচিত করে সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী নির্বাচনে আমি আপনাদের ওয়াদা চাই, সেই নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনারা দেশের সেবা করার সুযোগ দেবেন কিনা হাত তুলে ওয়াদা করেন। বিএনপি কিছুই দিতে পারে না, শুধু মানুষের রক্ত চুষে খেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

আমার বিচার পাওয়ার অধিকার ছিল না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা-ভাই-বোন সবাইকে হারিয়েছি। তারপরও বাংলায় ফিরে এসেছি। মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল লক্ষ্য।

তিনি বলেন, মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে বিএনপি নিজেদের উন্নয়ন করেছে। রক্ত আর হত্যা ছাড়া তারা কিছু দিতে পারেনি। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে। সেজন্য সে এখন সাজাপ্রাপ্ত।

সরকার প্রধান বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতায় এসেছি। আপনারা ভোট দিয়েছেন বলেই দেশের উন্নয়ন হয়েছে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, মানুষের খাবার ছিল না, মাথা গোঁজার ঠাঁই ছিল না। আমরা চিকিৎসা, ওষুধের ব্যবস্থা করেছি। ডিজিটাল বাংলাদেশ করেছি। সবার হাতে এখন মোবাইল ফোন। এটা মানুষের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ সরকার।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.