নাহিম রাজ্জাককে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে নারায়ণপুর ১,২,৩ উঠান বৈঠক অনুষ্ঠিত
1 min read
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ, গোসাইরহাট) আসনে আওয়ামীলীগের নৌকা মনোনীত প্রার্থী আলহাজ্ব নাহিম রাজ্জাককে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১,২,৩ ঐতিহ্যবাহী পুটিয়া তালুকদার বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মহিলা আওয়ামীলীগের নেত্রীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার ৩ জানুয়ারি ২০২৪ বিকেলে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে গণসংযোগ করেন।
সমাজসেবী শারমিন কামালের সভাপতিত্বে ও ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুন্না সিকদারের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের সহধর্মিনী ও নারী উদ্যোক্তা সংগঠন আমরা রমনী এর চেয়ারপার্সন মালিহা হোসাইন।
এ সময় শারমিন কামাল বলেন, তৃতীয় বারের মতো নাহিম রাজ্জাক নৌকা প্রার্থী হওয়ায় শরীয়তপুর-৩ আসনে আনন্দের জোয়ার বইছে। তার নেতৃত্বে সহযোগী সংগঠন ও জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ। আওয়ামীলীগ সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা বাংলাদেশের জন্য মাইল ফলক। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নাহিম রাজ্জাককে বিজয়ী করার লক্ষ্যে নারীরা ঐক্যবদ্ধ।
এ সময় মালিহা হোসাইন বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের নাহিম রাজ্জাককে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সহ-সভাপতি ফরিদা রেজা নুর ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থানীয় নেতাকর্মীরা
সংবাদ সম্পর্কে আপনার মতামত