বিএনপি-জামায়াত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে-ডাঃ হেলাল

1 min read

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও কে-ফোর্সের উপদেষ্টা ডা. হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তারা দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। রাজপথ তাদের দখলে নেই। তাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত-শিবির, স্বাধীনতার বিপক্ষ শক্তি বিভিন্নভাবে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। তারা যাতে রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করে অনলাইনে দেশবিরোধী অপপ্রচার ছড়াতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাজপথের পাশাপাশি বিএনপি-জামায়াত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার (১২ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে কে-ফোর্সের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন।

খালেদ মোশাররফের কন্যা ও কে-ফোর্সের উপদেষ্টা মাহজাবিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।

বক্তব্য রাখেন, কে-ফোর্সের উপদেষ্টা ও যুব মহিলালীগের সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, যুবলীগের উপ-মহিলা সম্পাদক সৈয়দা সানজিদা মহসিন, সদস্য আসাদুজ্জামান আজম প্রমূখ। এসময় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক ছাত্রনেতা ডা. হেলাল উদ্দিন বলেন, দেশে আর কোনো দিনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনকালীন প্রধানমন্ত্রী থাকবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।। আওয়ামী লীগ জনগণের উন্নয়ন করে আর বিএনপি কেবল লুটতরাজ করে। ক্ষমতায় না থাকলে মানুষ হত্যা করে। তবে বিএনপি রাজপথে না থাকতে পেরে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তাই বিএনপিকে আর দেশের জনগণ ক্ষমতায় আনবে না। উন্নয়ন ও অগ্রগতির কারণেই এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে। তাই যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.