১০২ তম বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

1 min read

শরীয়তপুর পত্রিকা  প্রতিবেদকঃ

বাঙালি জাতির জন্য স্মরণীয় এক দিন। ১৯২০ সালের এই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলাপ্রশাসকের কার্যালয় সম্মুখস্থ জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমাউল হুসনা লিজা এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। পরবর্তীতে শরীয়তপুর জেলার বিভিন্ন সরকারি অফিস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক অঙ্গসংগঠন সহ সর্বস্তরের সাধারন মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.