ঈদে মহাসড়ক যানজট মুক্ত রাখতে সমন্বয় সভা করলেন হাইওয়ে পুলিশ

1 min read

সিরাজগন্জ প্রতিনিধিঃ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যানজট মুক্ত মহাসড়ক নিশ্চিত করার লক্ষে সাসেক-২ প্রকল্পের কর্মকর্তাদের সাথে হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ফুড ভিলেজ প্লাস হোটলে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের সাথে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। বগুড়া হাইওয়ে রিজিওয়নের সহকারী পুলিশ সুপার হরেশ্বর রায়। সমন্বয় সভায় আসন্ন ঈদুল ফিতরে মহাসড়ককে যানজটমুক্ত করার লক্ষে সাসেক কর্মকর্তাদের সাথে মহাসড়কের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এসময় এসপি শাহাবুদ্দীন মুনশী বলেন, এবারের ঈদুল ফিতরে উত্তরাঞ্চলের ঘর মুখো মানুষের নিরাপদে বাড়ি ফিরতে মহাসড়কে হাইওয়ে পুলিশ বিশেষ ভুমিকা পালন করবেন। তিনি মহাসড়কের যানজটের কারন গুলো চিহ্নিত করে পুলিশ ও সাসেক কর্মকর্তাদের অতি দ্রুত সড়ক মেরামতের নির্দেশ প্রদান করেন। এসময় সাসেক-২ এর প্রকল্প পরিচালক আহসান মাসুদ বাপ্পি বলেন, বঙ্গবন্ধু সেতু থেকে ধোপাকান্দি পর্যন্ত মহাসড়কে ছয় লেনের কাজ চলমান রয়েছে৷ মহাসড়কে কাজ চলমান থাকায় কিছুদিন থেমে থেমে যানজট ছিলো। বর্তমানে মহাসড়কে যানজট নেই। গত ঈদে নির্মানাধীন নলকা সেতুর কারনে এক লেনে গাড়ি চলাচল করায় যানজটের সৃষ্টি হয়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

এ বিষয়ে আরো পড়ুন

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.