ভেকু দিয়ে ফসলি জমি খনন করায় ১’লক্ষ টাকা জরিমানা

শরীয়তপুর পত্রিকা  প্রতিবেদকঃ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভেকু দিয়ে ফসলী জমি কাটায় মোঃ রিপন মাঝি (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মোঃ রিপন মাঝিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩মাসের কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার সামন্তসার ইউনিয়নের তারুলিয়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত।

আটক মো. রিপন মাঝি পার্শ্ববর্তী ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার আনু মাঝির ছেলে।জানা যায়, অনুমতি ছাড়া মাছের খামার করার জন্য ভেকু দিয়ে ফসলী জমি খনন করার সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় খামারের মালিককে ১লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩মাসের কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের সহযোগিতা করেন গোসাইরহাট থানার এসআই মনিরুজ্জামান ও তার ফোর্স৷ তাৎক্ষনিকভাবে পুলিশ তাকে আটক করে গোসাইরহাট থানায় নিয়ে আসেন।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশ গুপ্ত বলেন, ফসলী জমি কেটে খনন করায় মোঃ রিপন মাঝিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাকে ১লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। পরে জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.