নাসিক নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে তিনবারের জয়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী
1 min readডেস্ক রিপোর্টঃ
রোববার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নাসিক নির্বাচনে সরকারদলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে ৬৬ হাজার ৫৩৫ ভোটের ব্যবধানে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পান তিনি। তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট। নির্বাচনে জয়লাভের পরদিন সোমবার মিষ্টি-দই নিয়ে হাজির হন তৈমুর আলম খন্দকারের বাসায়।
নারায়ণগঞ্জের জন্য কি করবেন-এ প্রশ্নের উত্তরে সেলিনা হায়াৎ আইভী বলেন।পাঁচটি কাজে পরিকল্পনা করেছি।দায়িত্ব পাওয়ার পর আমি কাজ শুরু করব।
প্রথমেই থাকবে কদমরসুল সেতু নির্মাণ কাজ।দ্বিতীয়ত, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে জোর দেব। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে। বিদ্যুৎ প্ল্যান্টটি চালু করা গেলে সেখানে প্রচুর বর্জ্যরে প্রয়োজন হবে।নগরীর সর্ব স্থানের বর্জ্য সেখানে পাঠানো হবে।তৃতীয়ত, নগর ভবন নির্মাণে অসমাপ্ত কাজ শেষ করব। চতুর্থত, নগরীর বড় বড় খালগুলো খনন করে সেগুলোর সৌন্দর্যবর্ধন করা হবে। এ কাজ শেষ হলে নগরীর জলাবদ্ধতা দূর হবে। মানুষের বিনোদনের জায়গাও হবে। পঞ্চমত, শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত করব এবং দুই পাড় বাঁধাই করব।
নারায়ণগঞ্জবাসী আমাকে বিমুখ করেননি। আমি নিজে কোনো অন্যায় করিনি। অন্যায়ের সঙ্গে আপস করিনি। অন্যায়ের প্রতিবাদ করে এসেছি, জনগণের পাশে থেকেছি। এ কারণেই আমার বিশ্বাস ছিল জনগণও আমার পাশে থাকবে। আইভি বলেন, এ জয়ের জন্য দলীয় নেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতাদের প্রতি কৃতজ্ঞ। নারায়ণগঞ্জবাসী ও আমার সব কর্মী-সমর্থক যারা জীবনের ঝুঁকি নিয়ে আমার জন্য কাজ করেছেন তাদের সবার প্রতিও আমি কৃতজ্ঞ।
নাসিকের নবনির্বাচিত মেয়র আইভী বলেন, সামনের দিনগুলোতে সবাইকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করব। ইতোমধ্যে নির্বাচনে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কাকার সঙ্গে দেখা করেছি। উন্নয়ন কাজে তার সহযোগিতা চেয়েছি।
আমার শেষদিন পর্যন্ত নারায়ণগঞ্জবাসীর জন্য উৎসর্গ করতে চাই। সব ধরনের বাধা-বিপত্তি অতিক্রম করে কাজ করে যেতে চাই।
সংবাদ সম্পর্কে আপনার মতামত