ঘের থেকে কুমির উদ্ধার করেছে এলাকাবাসী
শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে ঘের থেকে একটি কুমির উদ্ধার করেছে এলাকাবাসী। ওই ইউনিয়নের পোয়াল কান্দি এলাকার একটি মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করা হয়।
আলাওলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বেপারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে কুমিরটি পাজালকান্দি গ্রামের খলিল কাজির মাছের ঘের থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার বিকেলে মাছের ঘেরে মাটিতে বড় একটি গর্ত দেখে স্থানীয় শ্রমিকরা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে গর্তের মুখে মোটা রশি দিয়ে ফাঁদ তৈরি করে তারা। পরে একই দিন রাত ৮টার দিকে ফাঁদে বিশাল আকৃতির কুমিরটি আটকে থাকতে দেখে ইউনিয়ন পরিষদে খবর দেয় তারা। এ ছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যায়। এ ঘটনার পর থেকে এখন পর্যন্ত আতঙ্কে আছে গ্রামবাসী।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, কুমিরটি দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। । পাঁচ সদস্যর একটি দল আজ সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত