শরীয়তপুর জেলা প্রশাসনে আগত সেবা প্রত্যাশীদের সংস্কৃতি চর্চায় – মনন

1 min read

ডেস্করিপোর্ট//  জেলা প্রশাসনে আগত সেবাপ্রত্যাশীদের অবসর সময়ে সংস্কৃতি চর্চায় অনন্য উদ্যোগ গ্রহণ করেছে শরীয়তপুর জেলা প্রশাসন।  আমাদের এ ক্ষুদ্র আয়োজন। নাম দেয়া হয়েছে মনন। এটি মুলত সংস্কৃতি চর্চা কেন্দ্র।

গত ০৬ জুলাই ২০২৩ তারিখে জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলাপ্রশাসনের এই বিশেষ উদ্যোগ মনন উদ্বোধন করেন।

জেলাপ্রশাসনে আগত সেবাপ্রত্যাশীদের অবসর সময়ে সংস্কৃতি চর্চার উদ্দেশ্যেই এমন আয়োজন। সেবাপ্রার্থীরা চাইলে তাঁদের অবসর সময়ে এখানে বসে বই পড়তে পারবেন। সংস্কৃতি চর্চার যেসকল অনুষঙ্গ প্রয়োজন তার সবটাই রয়েছে এই মননে। এখানে রয়েছে বিশাল বইয়ের সম্ভার লাইব্রেরি;রয়েছে থিয়েটার, ইতিহাস আর্কাইভ,বঙ্গবন্ধু কর্নার সহ শিশুদের জন্য শিশু কর্নার।
স্কুল -কলেজের শিক্ষার্থীরা এখানে এসে বই পড়তে পারবে। সিনেমা দেখতে পারবে। ইতিহাস-ঐতিহ্য জানতে জেলা প্রশাসনের আর্কাইভ থেকে জ্ঞান আহরণ করতে পারবে।
প্রতি রবিবার-বৃহঃবার সকাল ৯.০০ থেকে বিকাল ৫.০০ পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মনন।
জেলা প্রশাসনের প্রত্যাশা “নিত্যদিনের ব্যস্ততার মাঝে একটুখানি সময় বের করে চলে আসি মননে  ক্ষণিকের জন্য হলেও আমরা হারিয়ে যায় জ্ঞানের রাজ্য” ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.