সখিপুরের চরসেনসাসে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি// স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
1 min readসখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদবর কান্দি এলাকার মোঃ আলী মাদবর এর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ও স্মার্টফোন লুট করে নিয়ে যায়। ৮ নভেম্বর বুধবার এ ঘটনা ঘটে।
মোঃ আলী জানান, বুধবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে সময় তাদের এক তালা বাড়ির বারান্দার গ্রিল কেটে ও দেশীয় অস্ত্র নিয়ে ১০/১২ সদস্যের একদল ডাকাত ভিতরে প্রবেশ করে।
ডাকাতির সময় পাঁচটি কক্ষে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে হাত এবং মুখ বেঁধে রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর ওই ডাকাত দল ঘরের আলমিরা, ট্রলি এবং সুকেশ ভেঙে নগদ ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ৪০ ভরি স্বর্ণ ও তিন টি স্মার্টফোন নিয়ে যায়। এছাড়া, ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এলোমেলো করে ফেলে রেখে যায়। মোঃ আলী আরো বলেন, যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা কেচি গেটে তাদের নতুন একটি তালা লাগিয়ে চলে যান। পরে আমার অসুস্থ স্ত্রীর হাত খোলা থাকায় সে আমাদের সকলের হাত খুলে দেয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় সখিপুর থানায় ফোন দেই। এরপর রাতেই পুলিশ আমাদের বাড়িতে আসেন।
তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মাহাবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম,মুশফিকুর রহমান, ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা, সাবেক চেয়ারম্যান জিতু মিয়া বেপারী।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব আলম বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত