শহিদ বুদ্ধিজীবী দিবসে শরীয়তপুর মহিলা কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি// আজ শহিদ বুদ্ধিজীবী দিবসের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধ্যাপক কাকলি কুন্ডের সভাপতিত্বে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মূখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মুহাম্মদ সমীর উদ্দিন, তিনি বুদ্ধিজীবি দিবসের প্রেক্ষিতঃ,বুদ্ধিজীবীদের পরিচয়,অবদান ওনবীন প্রজন্মের জানার গুরুত্ব তুলে ধরেন।প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর মো.ওয়াজেদ কামাল স্বাধীনতার ইতিহাস জানা ও স্বদেশ প্রেমে অনুপ্রেরণা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা দেন।
এছাড়াও শিক্ষা ক্যাডার কর্মকর্তা পরিষদের সম্পাদক জনাব দেলোয়ার হোসেন গুরুত্বপূর্ণ বক্তব্যে শরীয়তপুরের প্রখ্যাত আয়ুর্বেদ বিশেষজ্ঞ সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা যোগেশ চন্দ্র বুদ্ধিজীবীদের একজন বলে উল্লেখ করেন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্ম রাসেল মিয়া,ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক জনাব মো. আমিনুল ইসলাম বক্তব্য শেষে শহিদদের উদ্দ্যশ্যে দোয়া পরিচালনা করেন। সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক জনাব দেলোয়ার হোসাইন দুলাল।সবশেষে রচনা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত