মাদকের বিরুদ্ধে সোচ্চার হই একসাথে মাদকমুক্ত বাংলাদেশ গড়ি
1 min readবিশেষ প্রতিনিধিঃ
‘মাদকের বিরুদ্ধে সোচ্চার হই একসাথে’ এ স্লোগানে, ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ মইনীয়া যুব ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষ্যে মাইজভাণ্ডার দরবার শরীফে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়ে ‘মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি’র আয়োজন করে মইনীয়া যুব ফোরাম। এ কর্মসূচির উদ্বোধন করেন, মইনীয়া যুব ফোরামের সিনিয়র সহ-সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন-এ-মইনুদ্দীন আল হাসানী। এসময় তিনি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মইনীয়া যুব ফোরামের দৃঢ় প্রত্যয়ের কথা জানান। তিনি বলেন, “মাদকের করালগ্রাসে যুবকেরা আজ অবক্ষয়ের পথে, যা জাতির জন্য অশনিসংকেত। কারণ যুবকরাই জাতির চালিকাশক্তি। মাদক এমন একটি আসক্তি, যা মানুষকে বিভিন্ন গুরুতর অপরাধ ও বিশৃঙ্খলা সংঘটনে তাড়িত করে। মইনীয়া যুব ফোরাম এর প্রতিষ্ঠালগ্ন থেকে মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধন, সভা-সেমিনারের মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলছে। মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে আহবান জানাচ্ছি।”
সংবাদ সম্পর্কে আপনার মতামত