সখিপুরে দুই গরু পিকআপ সহ তিন চোর আটক
বিশেষ প্রতিনিধিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর গরু চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। ওই চক্রের কাছ থেকে দুইটি চোরাই গরু ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।বেশ কয়েক দিনে সখিপুরের বিভিন্ন স্থান থেকে কয়েকটি গরু চোরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।মঙ্গলবার (০১ মার্চ) সন্ধ্যা ৭.৩০ মিনিট এর দিকে দক্ষিণ তারাবুনিয়ায় দুদু মিয়া বেপারী কান্দি।মোহাম্মদ আলী সরকার, এর গোয়াল ঘর থেকে দুটি গাই গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে। দক্ষিণ সখিপুর বেপারী বাজার ব্রিজে আসলে দুটি সাদা গরু সহ পিকআপ ও তিন জন কে আটক করে জনতা। তার পর সখিপুর থানা পুলিশ কে অবগত করলে। সখিপুর থানা পুলিশ তাদের কে গ্রেফতর করে নিয়ে যায়।
অভিযোগ সুত্রে জানাজায় চোর, সাজাহান সরকার (৩২)তিনি দক্ষিণ তারাবুনিয়া দুধু মিয়া বেপারী কান্দি বাসিন্দা তিনি ঢাকায় থাকেন। সাথে থাকা পিকআপ ড্রাইভার সুমন মিয়া (৪৬), ঢাকা লাল বাঘ এ থাকেন, আনিছ খাঁন (২৫) তিনি ঢাকা লাল বাঘ থেকে বাড়ির মালামাল নিয়ে আসে মাদারীপুর, পরে ঐ গাড়ি করে আবার ঢাকা যাওয়ার জন্য গরু দুটি নিয়ে আসে দক্ষিণ তারাবুনিয়া থেকে।এবিষয়ে মোহাম্মদ আলী সরকার বাদী হয়ে। একটি গরু চুরি মামলা দায়ের করেন।
এবিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান আসাদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন। দক্ষিণ সখিপুর বেপারী বাজার ব্রিজ থেকে দুটি গরু একটি পিকআপসহ তিন চোর কে আটক করা হয়েছে। বিভিন্ন ধারায় মামলা হয়েছে, কোডে সোপাদ্য করা হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত