একজন জয়িতা নারীর ঘুরে দাঁড়ানোর গল্প, সমাজের পিছিয়ে পড়া নারীদের রোল মডে – গীতা রাণী

1 min read

বিশেষ প্রতিনিধিঃ

শরীয়তপুরে  একজন জয়িতা নারীর ঘুরে দাঁড়ানোর গল্প।  সমাজের আর দশটা সাধারণ নারীর মতই কৈশোরে রঙ্গিন স্বপ্নের বীজ বপন করছিল গীতা। কিন্তুু সংসার জীবনে নানা কারনে স্বপ্নিল হয়নি তাঁর সেই কৈশোরের স্বপ্ন।

কিন্তু আজন্ম সংগ্রামী মানুষকে কে হারাবে।স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়ানোর সংগ্রাম শুরু হয় তার। নতুন উদ্যোমে শুরু করে জীবনের পথচলা।ক্লান্ত শরীরের ঘাম আর সেলাই মেশিনের শব্দে এগিয়ে চলে জীবন।

প্রথমে ২ টি সেলাই মেশিন ভাড়া নিয়ে নিজেই শুরু করে ব্লক বুটিক এর কাজ। পরে আরো কয়েকজনকে নিজেই শেখানো শুরু করেন সেলাই এর কাজ। মনের গহীনে স্বপ্ন দেখতে শুরু করেন নারী উদ্যাক্তা হবার। প্রায় ৩৬০ জন কে প্রশিক্ষণ দেন নিজেই। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে নিজেই আজ স্বাবলম্বী আর তিনি নিজে হয়ে উঠেন “জয়িতা”। ০৯ ডিসেম্বর ২০২১ তারিখ গ্রহণ করেন “জয়িতা” পুরস্কার। এদিন জেলাপ্রশাসক, শরীয়তপুরকে বলেন তার উদ্যাক্তা হবার স্বপ্ন। জেলাপ্রশাসক, শরীয়তপুর আশ্বাস দেন তার স্বপ্ন পূরণে সহযোগী হবার। জানতে চান কি প্রয়োজন তার। ‘জয়িতা’ বিজয়ী সেই নারী বলেন, তার একটি “ইলেকট্রিক সুয়িং মেশিন ( অটোমেটেড সেলাই মেশিন)” দরকার। যেটির মাধ্যমে তার স্বপ্নযাত্রা পাবে নতুন এক মাত্রা।

 ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এ জেলাপ্রশাসক, শরীয়তপুর গীতা রাণীর হাতে তুলে দেন ‘ইলেকট্রিক সুয়িং মেশিন’। নারী উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে জেলাপ্রশাসন, শরীয়তপুর সারথি হতে পেরে গর্ববোধ করছে। এভাবেই হাজারো নারী এগিয়ে যাবে নিজ অবস্থান থেকে।জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে এসকল নারীদের হাত ধরেই। এ প্রত্যাশা আজকের নারী দিবসের………..

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.