ভ্যাট প্রত্যাহার : ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর – অর্থমন্ত্রী
শরীঋয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
ভোজ্যতেল, চিনি, ছোলাসহ বেশ কয়েকটি নিত্যপণ্য থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়েছে। এজন্য মানুষও কষ্ট পাচ্ছে। তাদেরকে স্বস্তি দিতেই সরকারের এমন সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।
সভায় টিসিবির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৬৯১ কোটি টাকার চিনি, সয়াবিন তেল, ছোলা ও মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়। যা এক কোটি পরিবারের কাছে স্বল্পমূল্যে তুলে দেবে সংস্থাটি।
সংবাদ সম্পর্কে আপনার মতামত