পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম’ সম্পর্কিত প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে ‘আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম’ সম্পর্কিত একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উক্ত প্রেস কনফারেন্সে সরকারি নির্দেশনা মোতাবেক শরীয়তপুর জেলায় টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, শরীয়তপুর জেলার ৬ টি উপজেলায় মোট উপকারভোগী পরিবারের সংখ্যা ৬৬,০৩৩ জন। ইতোমধ্যে সকল উপজেলায় পণ্য সামগ্রী প্রেরণ করা হয়েছে। বিক্রয় ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২০ মার্চ ২০২২ থেকে প্রথম পর্যায়ের বিক্রয় কার্যক্রম শুরু হবে। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন শরীয়তপুর শরীয়তপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর উদ্যোগকে সফল করার জন্য উপস্থিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।

প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামীলীগ, শরীয়তপুর এর সাধারণ সম্পাদক অনল কুমার দে,মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।এসময় জেলাপ্রশাসক শরীয়তপুর সরকারের এ  উদ্যোগকে সফল করার জন্য উপস্থিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.