কবিতা-শঙ্খচিল

শঙ্খচিল

শাকিল আহম্মেদ 

এ জানালা কখনই খোলা হয়নি,

দেখা হয়নি তার ওপারটা ঘুরে।

আবেগের সমুদ্র পাশ কাটিয়ে,

তাল মিলিয়েছিল বাস্তবতার সুরে।

অবশেষে হায়, হৃদয়ের চিৎকারে,

চেনা অচেনা জনের বহুমুখী ধিক্কারে,

মেলিয়া সে জানালার খিল।

ভেবেছিলাম যাকে নীড়ের পাখি,

দিন ফুরিয়েছে বার বার ডাকি,

উড়ছে সে দূর আকাশে হয়ে শঙ্খচিল।

 

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.