ভেদরগঞ্জ ডি এম খালী জমি সংক্রান্ত জের ধরে নিহত
1 min read- ডেস্ক / রিপোর্টঃ
শরীয়তপুরের সখিপুর রানা হোসেন মিন্টু মাঝী (৩৬) নামে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার সকাল ৮ টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর (ডিএমখালি) ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাওলার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
বোন তাসলিমা বেগম জানায়,মৃত. আমান উল্লাহ মাঝীর ছেলে রানা হোসেন মিন্টু মাঝীর সঙ্গে একই গ্রামের সুমন হাওলাদার সঙ্গে বাড়ি-ভিটার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ ১৬ জানুয়ারি সকালে বিরোধপূর্ণ সেই জমির পাশে বেড়া দেওয়ায় মিন্টু মাঝী,
এতে মৃত, আলী মিয়া হাওলাদারের ছেলে সুমন হাওলাদার বাধা দিতে গিয়ে মিন্টু মাঝী কে শাপাল দিয়ে আঘাত করলে রাস্তার পশ্চিম পাশে রাস্তার উপর পরে যায়। পরে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিন্টু মাঝীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর অভিযুক্ত সুমন হাওলাদার কে আটক করার চেষ্টা করে কিন্তু ঘাতক সুমন হাওলাদার পালিয়ে যায়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আসাদুজ্জামান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।তিনি মুঠোফোনে বলেন এ ঘটনায় ৩ জন আসামি কে গ্রেপ্তার করা হয়েছে । একটি হত্যা মামলার প্রস্ততি চলছে,লাশ
ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত