২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গোসাইরহাট অনুষ্ঠিত

1 min read

গোসাইরহাট বিশেষ প্রতিনিধিঃ

গোসাইরহাট উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৮ ঘটিকায় ইদিলপুুর পাইলট বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্বাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময়ে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করে সভা শুরু করা হয় এবং আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপরের বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কে সম্মাননা স্মারক প্রদান করেন।

গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইনএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি শরীয়তপুর (৩) এর উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অংশগ্রহণ করা হয় নায়।

বিশেষ অতিথি ফজলুর রহমান ঢালী চেয়ারম্যান গোসাইরহাট উপজেলা পরিষদ ও ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম সুমন। শাহজাহান সিকদার সভাপতি গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ ও সাধারণ দেওয়ান মোঃ শাহজাহান।

গোসাইরহাট থানা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মতিউর রহমান প্যারেড প্রধান কুচকাওয়াজ প্রদর্শন করেন। বিভিন্ন স্কুলের শিশু-কিশোরদের ও কলেজের শিক্ষার্থীদের নিত্য প্রতিযোগিতা সহ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন প্রামাণ্যচিত্র অভিনয়ের মাধ্যমে প্রদর্শিত করেন। এরপরে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.