কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা

1 min read

অনলাইন//  কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে যে কোনো সময় ফেরি চলাচল শুরু হবে।

রোববার  দিবাগত রাত ১টা ৩০মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিট থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নদী ও আশেপাশের এলাকাজুড়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেছে। নদীপথের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে বা চ্যানেলে নোঙর করা হয়নি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে। ছোট বড় মিলিয়ে ৫ ট ফেরি চলাচল করে রুটটিতে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.