শরীয়তপুর পোর্টাল ঘোষিত লেখক পুষ্পেন রায় বই উপহার
1 min readডেস্ক রিপোর্টঃ
শরীয়তপুর পোর্টাল ঘোষিত “লেখক পাঠক সংযোগ বর্ষ”র অন্যতম উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন জেলার যে সকল ব্যক্তিবর্গ শরীয়তপুরে কর্মরত থেকে সাহিত্যচর্চা করেন তাদের সাথে শরীয়তপুরের পাঠকের সংযোগ সাধন । এ লক্ষ্যে গত সপ্তাহে “শরীয়তপুর জেলায় কর্মরত কর্ণার” উদ্বোধন করা হয় । গত সপ্তাহে এ কর্নার উদ্বোধন করেন কার্তিকপুরে অবস্থিত মনোয়ারা সিকদার মেডিকেল কলেজের পরিচালক পুষ্পেন রায়।
উদ্বোধনী দিনে পুষ্পেন রায় ঘোষণা দিয়েছিলেন শরীয়তপুর জেলার গ্রন্থাগার গুলোতে তার রচিত বই উপহার দেবেন। লেখক-কবি পুষ্পেন রায় সে উদ্দেশ্যে তার রচিত অর্ধশতাধিক বই পাঠিয়ে দিয়েছেন আমাদের গ্রন্থাগারে।
আমাদের ঘোষিত বর্ষের নিয়মানুসারে এ বইগুলো আমরা পৌছে দেবো শরীয়তপুর জেলার গ্রন্থাগার গুলোকে।
ধন্যবাদ, পুষ্পেন রায়। আমাদের গ্রন্থাগারগুলোকে সমৃদ্ধ করার জন্য আপনার প্রচেষ্টা স্মরনীয় হয়ে থাকবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত