ভেদরগঞ্জ উপজেলা নিরাপদ কৃষি পণ্য প্রদর্শনী উদ্বোধন

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ও সরাসরি কৃষকের পণ্য বাজারমুখী করতে এ প্রদর্শনী। ভোক্তারা সুলভ মূল্যে নিরাপদ পণ্যের সমাহারে স্বস্তি প্রকাশ করেছেন।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিরাপদ কৃষি পণ্য প্রদর্শনী উদ্বোধন করেন, মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক ,শরীয়তপুর।

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে এবার রমজানে দ্রব্যমূল্য বাড়েনি। তিনি ৭ এপ্রিল (বৃহস্পতিবার) ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে নিরাপদ কৃষি পণ্যের বাজার উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আব্বাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মান্নান বেপারী, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী অরুণ  হাওলাদার।ছয়গাও ইউনিয়ন চেয়ারম্যান লিটন মোল্লা, নারায়নপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী সালাউদ্দিন মাতাবার।

জেলা প্রশাসক বলেন, জনগণকে ভাল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন বলেই আমাদের বাজার মূল্য নিয়ন্ত্রণ আছে।

সরকারের নানান কর্মসূচি গ্রহণের ফলে আমাদের দেশ করোনা দূর্যোগের মধ্যেও আমাদের অগ্রগতি অব্যাহত আছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.