ভেদরগঞ্জ-সখিপুর সড়কে মাছবাহী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে -নিহত ১জন

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ-সখিপুর সড়কে মাছবাহী কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই সময় কাভার্ডভ্যানের একজন স্টাফ নিহত হয়।

স্থানীয়  সুত্রে জানাগেছে, সোমবার সকাল ১০টার দিকে কভার্ডভ্যানটি চাঁদপুর ফেরি ঘাট দিয়ে পাড় হয়ে  ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে  যাচ্ছিল।

ভেদেরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের চরচান্দা বাজারের পশ্চিম পাশে নিয়ন্ত্রন হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যানের এক স্টাফ নিহত হন এবং অপর একজন পালিয়ে যায়।

ঘটনা স্থান থেকে স্থানীয় ব‍্যক্তি সখিপুর থানায় ফোন করলে সাথে সাথে সখিপুর থানার ওসি মো; আসাদুজ্জামান ঘটনা স্থানে পৌঁছে যান।তিনি নিজে নিহতের লাশের পাশে এসে এলাকার জনগণ ও ফায়ার সার্ভিস কর্মি নিয়ে গাড়ির নিচে চাপা পড়া নিহতের লাশ উদ্দার করে নিহতের লাশ নিরাপদ স্থানে রাখেন। সখিপুর থানার ওসি মো; আসাদুজ্জামানের দায়িত্ব দেখে  এলাকায় প্রসংশায়  গর্ভ করেন সাধারণ  জনগণ । সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ওসি আসাদুজ্জামানের ছবি বিভিন্ন আইডিতে পোস্ট দেন স্থানীয় জনগন। সখিপুর থানার মানবিক ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার পুলিশ  ডিপার্টমেন্টের গর্ভ। তিনি কোন চিন্তা  না করেই সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন।  তিনি ইতোমধ্যে পুলিশের দায়িত্ব  পজিটিভ কাজের জন্য  দ্বিতীয় সর্বোচ্চ সম্মানে  ভূষিত হয়েছেন।শরীয়তপুর জেলায় টানা ১১ বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছান অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল, মোঃ আবু সাঈদ। তিনি  বলেন, ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, এখন ময়নাতদন্তের জন্য শরীয়তপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার জানান,  চট্টগ্রাম থেকে মাছ বোঝাই চট্টমেট্রো: উ ১১-০০-৬৫ নম্বরের একটি কভার্ডভ্যান ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। ডিএম খালীর চরচান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি খাদে পড়ে যায়। সেখানে একজনের মৃত্যু হয়। গাড়িতে থাকা অপর ব্যক্তি পালিয়ে যায়। এখনও নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।আমাকে প্রসংশার তেমন কিছু নেই। আমি শুধু আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন, আমি যেন দায়িত্বগুলো সঠিকমতো পালন করতে পারি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জলে ভূমিকা রাখতে পারি। তবে এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

 

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.