গোসারহাটে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

1 min read

শরীয়তপুর পত্রিকা  প্রতিবেদকঃ

১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন।

১৯৭১ সালে এদিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন।

একই সাথে গোসাইরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা এবং ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

গোসাইরহাট উপজেলা প্রশাসন কর্তৃক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় সেইসময়ের ঐতিহাসিক দিনের কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন, গোসারইহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশগুপ্ত।

আরো উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ আবুল খাওয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম । গোসাইরহাট কৃষি কর্মকর্তা সাহবউদ্দিন।

গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি শাজাহান শিকদার। গোসাইরহাট থানা ওসি তদন্ত আবু বকর। গোসাইরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান। সামন্তসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযুদ্ধা আবদুর রব সরদার সহ অনন্যা ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ। সরকারি দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.