ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে জাজিরায় আরেকটি ঘাট নির্মাণ কাজ শুরু করেছে সরকার
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
শরীয়তপুরের জাজিরা ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথের জাজিরার সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটে ঈদের যানজট লাঘবের জন্য সরকার আরেকটি নতুন ঘাট নির্মাণে কাজ শুরু করেছে। ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার সকালে শরীয়তপুরের মাঝিরঘাট ফেরিঘাটে এসে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লঞ্চ বন্ধ থাকলেও যাত্রীরা যাতে ফেরিতে পদ্মা পার হতে পারেন সে জন্য ফেরিঘাটের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঈদের সময় একযোগে শিমুলিয়া-মাঝিরঘাট এবং শিমুলিয়া-বাংলাবাজার দুই রুটেই দিনরাত ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে। পদ্মা সেতু উদ্বোধনের পর বাংলাবাজার ঘাটটি স্থায়ীভাবে বন্ধ করে মাঝিরঘাট ফেরি ঘাটটি ব্যবহার করতে এ ঘাটের আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বলেন, ঈদের আগেই ২৮ এপ্রিল নতুন ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হবে। নতুন ঘাট নির্মাণ ও যানবাহন চলাচলের সুবিধার্থে মাঝির ঘাট লঞ্চঘাট সরিয়ে নেওয়া হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত