সাপ্তাহিক গণশুনানি ভেদরগঞ্জে অনুষ্ঠিত
শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
সেবাসমূহ আরও জনমুখী করতে জনগণের সমস্যা সম্ভাবনা নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে জনগণের সভা নামে গণশুনানি অনুষ্ঠিত হয়। প্রতি সপ্তাহের বুধবার এ উপজেলায় অনুষ্ঠিত হয় এ সভা।
এ দিনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সাথে জনগণের আলোচনা/সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সপ্তাহের অন্যান্য দিনের সাক্ষাৎ ছাড়াও প্রতি বুধবার দিন ব্যাপী উপজেলার সর্বস্তরের জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন শুনছেন এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ নিষ্পত্তি করে জনগণকে সেবা প্রদান করেন। এছাড়াও টেলিফোনে বা লিখিতভাবে বিভিন্ন দপ্তর/ব্যক্তির সাথে যোগাযোগ করে জনগণের অভাব, অভিযোগ, আবেদন, নিবেদন নিষ্পত্তি করা হয়। জনগণের সভার সিদ্ধান্তসমূহ লিখিতভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হয়। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আপনি/আপনার কোনো সমস্যা বা বিষয় প্রতি বুধবার অনুষ্ঠিত জনগণের সভায় আমাকে জানাতে পারেন। আমার বিষয়ে কোন অভিযোগ থাকলে তা জেলা প্রশাসককে জানাতে পারেন আপনারা।
সংবাদ সম্পর্কে আপনার মতামত