শরীয়তপুরের জরুরী তথ্য নিয়ে ফাহিম ফয়সালের মোবাইল অ্যাপ “আমার শরীয়তপুর” এখন গুগল প্লে স্টোরে
ডেস্ক রিপোর্ট// শরীয়তপুর জেলার জরুরী ও প্রয়োজনীয় তথ্য সম্বলিত মোবাইল অ্যাপ্লিকেশন “আমার শরীয়তপুর” এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
ফাহিম সফ্টওয়ারের ব্যানারে অ্যাপটি ডেভেলপ ও প্রকাশ করেছেন, ফ্রিল্যান্সার ফাহিম ফয়সাল।
ফাহিম ফয়সাল সখিপুর থানার ডি.এম.খালীর অধিবাসী । দীর্ঘদিন যাবৎ একজন প্রফেশনাল মোবাইল অ্যাপ এবং ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন। নিজ জেলার প্রয়োজনীয়তা ভেবে শরীয়তপুরের জরুরী তথ্য একটি মোবাইল অ্যাপের মধ্যে নিয়ে এসেছে ।
এখন গুগল প্লে স্টোরে গিয়ে “ আমার শরীয়তপুর ” অ্যাপটি ডাউনলোড করে চাইলেই তাৎক্ষনিক জরুরি অনলাইন সেবা নিতে পারবেন।
এতে আছে সকল গ্রুপের রক্তদাতা, হাসপাতাল, এম্বুলেন্স, পুলিশ, আইনজীবী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, রেন্ট এ কার, হোটেল, পর্যটন স্পট, সরকারী তথ্য, সকল পরীক্ষার রেজাল্ট, শরীয়তপুরের নিউজ পেপারের মোবাইল নাম্বার এবং লোকেশন সহ বিভিন্ন তথ্য – উপাত্ত । এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে।
অ্যাপ বিষয়ে ফাহিম ফয়সাল বলেন, বিভিন্ন অনলাইন প্লাটফর্মে অ্যাপ ব্যবহারকারীদের মতামত ও প্রয়োজনীয়তা গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রতিনিয়ত অ্যাপের উন্নয়নের কাজ করা হচ্ছে আর যুক্ত করা হচ্ছে নতুন তথ্য ও ফিচার। একটি জেলার তথ্য সংগ্রহ করা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল তবুও অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি শরীয়তপুরে সব তথ্য সংগ্রহের। শরীয়তপুর জেলাকে ডিজিটাল জেলা হিসেবে তুলে ধরার অংশ হিসাবে আরো নতুন উদ্যোগ নেয়া হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত