র‍্যাব-৮ চেকপোস্টের তল্লাশি, ২০ কেজি গাঁজা উদ্ধার

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

র‍্যাব-৮, সিপিসি-৩,মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর জেলার সদর থানার মস্তফাপুর হতে বিপুল পরিমান গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী কমান্ডার, স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ২৬ মে বিকাল সাড়ে ৫ টায় কাঠালবাড়ী ফেরী ঘাট থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বিআরটিসি গাড়ি মাদারীপুরের মস্তফাপুর বাস স্ট্যান্ড এলাকাযর মহাসড়কে র‍্যাবের চেকপোস্টের তল্লাশিতে ২০ কেজি গাঁজা উদ্ধার করে কালাম হাওলাদার (৩৪) ও জসীম উদ্দিন হাওলাদার (২৬) নামক ২ ব্যাক্তিকে আটক করেছেন।

এসময় মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল, ৩টি সীমকার্ড ও মাদক বিক্রয় লব্ধ নগদ ১৭ হাজার ২’শ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা পটুয়াখালী জেলার শ্রীরামপুর এলাকার মৃত সুলতান হাওলাদারের পৃত কালাম হাওলাদার (৩৪) ও আবু ইউসুফ হাওলাদারের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৬)।

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, র‍্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করি। আটককৃত আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.