ভেদেরগঞ্জ উপজেলার চরসেনসাসে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান
ভেদেরগঞ্জ প্রতিনিধিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাসে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে ভেদরগঞ্জের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেড়াচাক্কি গ্রামে এঅভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি বালি কাটার মেশিন ও ২ হাজার ফুট পাইপ জনসম্মুখে কুপিয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী নদীতে ড্রেজার মেশিন স্থাপন করে দীর্ঘদিন যাবত মাটি উত্তোলন করে আসছিল। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন সময় মেশিন জব্দ ও জরিমানা করেছিল ভ্রাম্যমান আদালত। কিন্তু তাতেও সুফল আসেনি।এরই অংশ হিসেবে ড্রেজার মেশিনের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিয়মিত ড্রেজারর বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে আজ এ উপজেলার ১টি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি প্রত্যেক ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তারা তাদের নিজ ইউনিয়নে অভিযান পরিচালনা করবে। আজকের অভিযানে ২টি ড্রেজার মেশিন ও ২হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়। আগামীতেও আমাদের এমন অভিযান অব্যাত থাকবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত