মাইজভান্ডার শরীফে ১০ ই মাঘের ওরস শরীফ উদযাপিত
1 min readএস এম বাবু
সমগ্র বিশ্বের আশেকানের অংশগ্রহণে মহাসমারোহে উদযাপিত হচ্ছে, বাংলার জমিনে সূচনা লাভ করা একমাত্র তরিক্বা, ‘তরিক্বা-এ-কাদেরীয়া মাইজভাণ্ডারীয়া’ এর মহান প্রবর্তক, ইমামুল আউলিয়া হুযুর গাউসুল আযম হযরত মওলানা শাহ্সুফি সাইয়্যিদ আহমদউল্লাহ্ আল হাসানী মাইজভাণ্ডারী (কাদ্দাসাল্লাহু ছিররাহুল আজিজ) এর পবিত্র ওরশ শরীফ।
তিনি নবীবংশের ২৭তম পবিত্র বংশধর। তার মাধ্যমে কোটি কোটি মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে স্থান পেয়েছেন।
দিবসটি উপলক্ষে আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়াসহ দরবার শরীফের বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করেছে খতমে কুরআন, খতমে বুখারী, খতমে গাউসিয়া, রওজা শরীফ জিয়ারত ও গিলাফ মুবারক চড়ানো, হযরতের জীবনী আলোচনা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান এবং অসহায়দের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণের মত নানা কর্মসূচী।
বাদ যোহর আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন এ দরবার এ গাউছুল আজম শাহসূফি সাইয়্যিদ সাইফুদিদন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভানডারী (ম.জি.আ.)।
এ মহতী দিবসে আনজুমান এ রহমানীয়া মইনীয়া মাইজভানডারায়ীয়া ও মইনীয়া যুব ফোরাম কেনদীয় পরিষদ এ কালজয়ী মহাপুরুষকে শ্রদ্ধাভরে স্মরণ করছে৷
সংবাদ সম্পর্কে আপনার মতামত