অন্যায় আচরণের জন্য পুলিশ সংবাদ মাধ্যমের শিরোনাম হতে চায় না– আইজিপি ড. বেনজীর আহমেদ
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বাহিনীতে ঠাঁই দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
২৪ জানুয়ারি সোমবার রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আইজিপি বলেন, অন্যায় আচরণের জন্য পুলিশ সংবাদ মাধ্যমের শিরোনাম হতে চায় না। পুলিশের কোনো সদস্য অসম্মান-অপমান বয়ে আনলে তাঁকে আমরা পরিত্যাগ করবো।
তিনি জানান, অপকর্মে জড়িতদের শরীরে পচা অঙ্গ কেটে ফেলার মতো পরিত্যাগ করা হবে। এই সময় ড. বেনজীর বলেন, পুলিশ সদস্যদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর থাকবো।
পুলিশ সদস্যদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ২০৪১ সালে আমরা ধনী রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছি। সেজন্য পুলিশকেও প্রস্তুত হতে হবে। আমরা সেরাদের সেরাকে বেছে নিতে এসআই ও কনস্টেবল নিয়োগ অত্যাধুনিক করেছি।
তিন জানান, পুলিশের চাকরি শুধু পেশা নয়, সেবা। পুলিশের মধ্যে সততা, দেশপ্রেম ও সাহস থাকতে হবে। এই তিটি গুণ ও সেবার মনোভাব থাকলে পুলিশে তাঁদের স্বাগত।
সংবাদ সম্পর্কে আপনার মতামত