নারায়নপুর ৮নং ওয়ার্ডে আশ্রয়ণপ্রকল্পের একটি ঘর আগুনে পুড়ে ছাই

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

 ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুরে আশ্রয়ণপ্রকল্পের একটি ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে   ভুক্তভোগীরা।

শনিবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল সরদারের ঘরে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা  বলেন,গভীর রাতে ঘরে আগুন লাগতে দেখে আবুল সরদার ঘর থেকে সবাইকে নিয়ে বের হয়ে গিয়ে ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে দীর্ঘ ১ঘন্টা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেশী মাসুদ বেপারী বলেন, আবুল সরদার একজন দিনমজুর। সে দিন আনে দিন খায়। মাননীয় প্রধানমন্ত্রী তাকে একটি ঘর উপহার দেন। সেই সুবাদে ভালোই দিন কাটছিলো তার। হটাৎ গতকাল রাতে আগুন লেগে তার স্বপ্নের ঘরটি পুড়ে যায়। তার পক্ষে ঘুরে দাড়ানো সম্ভব নয়। তাই আবারো মমতাময়ী প্রধানমন্ত্রীর ছায়া পেলে দিনমজুর আবুল মিয়া ঘুরে দাড়িয়ে পরিবার নিয়ে চলতে পারবে।

আবুল সরদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে। আমি খুশি ও ভালভাবেই জীবন যাপন করছিলাম। আজকে আমার থাকার ঘরটি পুড়ে গেলো এখন আমি কি করবো কোথায় থাকবো আমি তা জানিনা।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত আবুল সরদারকে তিন বান্ডেল ঢেউটিন, চাল ও নগদ টাকা দেওয়া হয়েছে। ক্ষতির পরিমান খতিয়ে দেখে আরো সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ২০২০ সালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে তাকে ঘরটি দেয়া হয়েছিল।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.